পৌর মেয়র ছানুর ব্যক্তিগত উদ্দোগে কম্বল বিতরণ

রোকনুজ্জামানঃ

ব্যক্তিগত উদ্যোগে ৪ হাজার ৫০০ অসহায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন জামালপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু।

বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ কম্বল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, সহ-সভাপতি মির্জা সাখাওয়াতুল আলম মনি, যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ সফিক গেন্দা, পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম, কাউন্সিলর শাহীনুর রহমান শাহীন, কাউন্সিলর বিজু আহমেদ, কাউন্সিলর এমদাদুল ইসলাম জীবন, কাউন্সিলর রাজীব সিংহ সাহা প্রমুখ।

জামালপুর পৌরসভার মেয়র আলহাজ মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু বলেন, একটি শীতবস্ত্র হলো একজন অসহায় শীতার্ত মানুষের অস্ত্র। তাই মানবিক দিকগুলো বিবেচনা করে যেখানে শীতকালে তীব্র শীতে স্থবির হয়ে যায় সবকিছু। সেখানে অন্তত শীতকালের মানবিক সাহায্য হিসেবে একটি মোটা কম্বল অসহায় মানুষগুলোর গায়ে জড়িয়ে দেওয়ার মতো প্রশান্তি আর নেই। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার মানুষের বিপদে-আপদে সবসময় পাশে আছে। শীতের প্রকোপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। পুরো শীত মৌসুমে শীতার্ত মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও বলেন, আমার শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শীত মৌসুম জুড়ে অব্যাহত থাকবে। আমি পৌরসভার মেয়র হিসেবে পৌর এলাকার প্রত্যেকটি শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করবো।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment