রোকনুজ্জামান সবুজঃ
জামালপুরের ইসলামপুরে “বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভোবনেই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৫ তম জাতীয় বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) উপজেলা প্রশাসন মাঠ প্রঙ্গনে ৮টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের স্টল নিয়ে দিনব্যাপী বিজ্ঞান সচেতনতা বৃদ্ধি এবং শিশু-কিশোরদের মধ্যে প্রযুক্তি উদ্ভাবনী মনোভাব বিকাশের লক্ষ্যে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ- ২০২৪ বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা বিজ্ঞান মেলা উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এএএম আবু তাহের,সহকারী কমিশনার(ভূমি) কর্মকর্তা শাহানুর রহমান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, উপজেলা আ’লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও প্রভাষক কৃষিবিদ শফিকুর রহমান শিবলী প্রমুখ।
0 $type={blogger}:
Post a Comment