জামালপুরে রেল লাইনের ক্লিপ খোলার সময় যুবক আটক

রোকনুজ্জামান সবুজঃ

জামালপুর সদর উপজেলার নান্দিনায় রেল লাইনের ক্লিপ (পিন) খুলে নেওয়ার সময় হাতে-নাতে শাকিল মিয়া (২৫) নামের এক যুবককে আটক করেছে আনসার বাহিনীর সদস্যরা। পরে তাকে জামালপুর রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরে নান্দিনা রেলওয়ে স্টেশনের অপারেশন সুরক্ষিত যাতায়াত এলাকা থেকে তাকে আটক করে রেলের পাহারায় নিয়োজিত আনসার সদস্যরা।

আটক শাকিল মিয়া সদর উপজেলার রানাগাছা ইউনিয়নে বাঁদেচান্দি এলাকার মুনতাজ আলীর ছেলে।

পুলিশ জানায়, শাকিল মিয়া ঢাকা-জামালপুর রেলপথে দুপুরে নান্দিনা রেলওয়ে স্টেশনের অপারেশন সুরক্ষিত যাতায়াত এলাকা থেকে রেললাইনের পিন খুলে স্লিপার উপরে ফেলা অবস্থায় তাকে আটক করে রেলের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যরা। আটক শাকিলকে জামালপুর রেলওয়ে থানায় আনা হয়েছে।

জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, এ বিষয়ে একটি চুরির মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনাটির উদ্দেশ্য জানতে ও তার সহযোগীদের নাম জানার জন্য রিমান্ড চাওয়া হবে। এছাড়া সে নেশাগ্রস্ত মনে হচ্ছে।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment