মোহাম্মদ আলমাছ হোসেন আওয়াল, ইসলামপুর প্রতিনিধিঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ (ইসলামপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ছয়জন প্রার্থী। এর মধ্যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও স্বতন্ত্র একক প্রার্থী দিন–রাত ছুটে বেড়াচ্ছেন হাট-বাজারে ও বিভিন্ন ইউনিয়নের অলিগলিতে। যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন উন্নয়নের প্রতিছশ্রুতি, প্রার্থনা করছেন মূল্যবান ভোট। সাদা–কালো ব্যানার ও পোস্টারে ছেয়ে গেছে এই আসনের গুরুত্বপূর্ণ স্থান গুলো। নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। বিভিন্ন দলের প্রার্থীসহ কর্মী-সমর্থকরা ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে।
এদের মধ্যে সোনালী আঁশ প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট মো. হোসেন রেজা বাবু। সকল প্রার্থীদের প্রচার-প্রচারণার পাশাপাশি এ আসনে ভোটারদের চোখে পড়ছে এডভোকেট মো. হোসেন রেজা বাবুর সোনালী আঁশ প্রতীকের নির্বাচনী প্রচারণাও।
প্রার্থীরা ভোর থেকে গভীর রাত পর্যন্ত বিরামহীন ভাবে স্ব-স্ব পক্ষের কর্মী সমর্থকদের সাথে নিয়ে এলাকায় এলাকায় উঠান বৈঠকের পাশাপাশি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নিজেদের প্রতীকে ভোট প্রার্থনা করছেন। আগে থেকেই মাঠে নামায় নির্বাচনী প্রচারণার দৌড়ে তৃণমূল বিএনপির মনোনীত প্রার্থী এডভোকেট মো. হোসেন রেজা বাবু। অন্যান্য প্রার্থীদের চেয়ে অনেকটা এগিয়ে রয়েছেন।
তৃণমূল বিএনপির মনোনীত প্রার্থী এডভোকেট মো. হোসেন রেজা বাবু উন্নত,সমৃদ্ধ,ক্ষুধা ও দারিদ্রমুক্ত, স্মাট উপজেলা গড়ার আশ্বাস দিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। ফলে নির্বাচনী মাঠ এখন প্রচার প্রচারণা মুখর হয়ে উঠছে।
এদিকে চায়ের স্টল, হোটেল রেস্তোরা ও পাবলিক প্যালেস গুলোতে প্রার্থীদের পক্ষে-বিপক্ষে ভোটের সমিকরণ নিয়ে লোকজনের মধ্যে নানা হিসাব নিকাশ চলছে।
জামালপুর-২ (ইসলামপুর) আসনে এমপি প্রার্থী মোট ৬ জন। এরই মধ্যে গত সোমবার উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক জিয়া (ঈগল) মার্কা প্রতীকে প্রতিদ্বন্ধিতা করলেও তার সমর্থকদের সাথে নিয়ে জেলা আওয়ামীলীগের সদস্য স্বতন্ত্র প্রার্থী এস.এম শাহীনুজ্জামান শাহীন (কেঁচি) মার্কাকে সমর্থন করে নির্বাচন থেকে সরে দাড়িয়েছে। বর্তমানে আওয়ামীলীগের দলীয় মনোনীত প্রার্থী ধর্মপ্রতিমন্ত্রী আলহাজ্ব মো:ফরিদুল হক খান (দুলাল), বিমান বন্দর থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি স্বতন্ত্র প্রার্থী মোঃ শাহজাহান আলী মন্ডল (ট্রাক), জাতীয় পার্টি মনোনীত (লাঙ্গল) প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন।
0 $type={blogger}:
Post a Comment