মোহাম্মদ আলমাছ হোসেন আওয়ালঃ
সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক প্রতিরোধের লক্ষ্যে জামালপুরের ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নে ইসলামপুর থানার আয়োজনে বিট পুলিশিং মত বিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) ৪টার সময় আমতলী বাজারে এ বিট পুলিশিং মত বিনিময়সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত বিট পুলিশিং মত বিনিময়সভায় বক্তব্য রাখেন ইসলামপুর থানার অফিসার ইনচার্জ শ্রী সুমন তালুকদার। অফিসার ইনচার্জ সুমন তালুকদার বলেন, আমরা সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধের জন্য উপজেলার বিভিন্ন স্থানে সচেতনতামূলক সভা সেমিনার করে আসছি। আমরা নিজেরা সচেতন থাকলে সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক প্রতিরোধ করতে সক্ষম হবো।
তিনি আরোও বলেন মাহিন্দ্র, ট্রাক্টর ও অটো রিক্সা দ্বারা অনেক সময় বড় ধরণের দূর্ঘটনা ঘটছে। যারা এ সমস্ত গাড়ী চালান তারা সাবধানে গাড়ি চালাবেন। যাতে করে কোন ধরণের দূর্ঘটনা না ঘটে। সবাইকে সচেতন থেকে ঐ সমস্ত দূর্ঘটনা প্রতিরোধ করতে হবে।
এ সময় বিট পুলিশের দায়িত্বরত এস.আই তারেক রহমান, মুক্তিযোদ্ধা, ইউপি সদস্যবৃন্দ, আমতলী বাজারের সাধারণ মানুষ এ সময় উপস্থিত ছিলেন।
0 $type={blogger}:
Post a Comment