রোকনুজ্জামানঃ
জামালপুর সদরের রানাগাছা ইউনিয়নের কালিবাড়ি মহেশপুর বাজারে ৩রা জানুয়ারি রাতে নৌকা প্রতীকের সমর্থকদের উপর ঈগল প্রতীকের সমর্থক কর্তৃক হামলা ও মোটরসাইকেলে অগ্নি সংযোগের প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রানাগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু বিজন কুমার চন্দ, নৌকা প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফ হোসেন তরফদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব ছানোয়ার হোসেন, উপদেষ্টা মন্ডলীর সদস্য ও রানাগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল জলিল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. হাফিজুর রহমান স্বপনসহ উপজেলা লীগের নেতৃবৃন্দ,ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে মহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রের আহবায়ক মোঃ আব্দুল হালিম, মো: সারোয়ার জাহান বক্তব্য রাখেন। এ সময় হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান নেতা কর্মীরা।
উল্লেখ্য গত ৩রা জানুয়ারী মহেশপুর কালিবাড়ি এলাকায় নৌকার পক্ষের লোকজন ভোট প্রার্থনায় বের হলে লুৎফুল কবির বাবুর নেতৃত্বে উপস্থিত ঈগল প্রতীকের সমর্থকরা নৌকা প্রতিকের সমর্থকদের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় উপজেলা যুবলীগের সভাপতি নজরুল ইসলামের ছেলে নাইমুল ইসলাম সীমান্ত, নান্দিনা সাংগঠনিক থানা ছাত্রলীগের সাবেক সভাপতি শ্যামল ও ইসতিয়াক হেসেনর শিফাতের মোটরসাইকেলে অগ্নি সংযোগ করে পুড়িয়ে দেওয়া হয়।
0 $type={blogger}:
Post a Comment