ইসলামপুরে এস.এম শাহীনুজ্জামান শাহীনের নির্বাচনী জনসভা

মোহাম্মদ আলমাছ হোসেন আওয়াল, ইসলামপুর প্রতিনিধিঃ

জামালপুর-২ ইসলামপুর আসনের স্বতন্ত্র কেচি প্রতীকের প্রার্থী এস.এম শাহীনুজ্জামান শাহীনের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্টিত হয়েছে।

বুধবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের মহলগিরী ঈদগাহ মাঠে এ  নির্বাচনী জনসভা অনুষ্টিত হয়।

জনসভাটি মুহূর্তের মধ্যে যেন স্রোতে পরিণত হয়।
এডভোকেট আনসার আলীর সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য জিয়াউল হক জিয়া।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র আব্দুল কাদের সেক,  উপজেলা আওয়ামী লীগের সদস্য কৃষিবিদ মঞ্জুরুল মুর্শেদ হ্যাপী, সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম দুলাল, নুর ইসলাম নুর, জাহাঙ্গীর আলম, জাহের আলী চুন্নু, গোয়ালেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম বাদশা, হাসানুজ্জামান পাইলট, ব্যারিস্টার সামিউল হক জুয়েল প্রমুখ।

স্বতন্ত্র এমপি প্রার্থী এস.এম শাহিনুজ্জামান শাহিন বলেন, আপনারা  আমাকে ”কেচি”প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন, যতদিন বেচে থাকবো আপনাদের খাদেম হয়ে সেবা করবো, নির্বাচনে জয়ী হয়ে উন্নয়নের অঙ্গীকার দিয়ে ভোটারদের কাছে দোয়া এবং (কেচি) প্রতীকে ভোট প্রার্থনা করেন।

সমাবেশটি সঞ্চালনা করেন শহিদুর রহমান কালু।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment