শীতের তীব্রতা বৃদ্ধি; ইসলামপুরে স্থবির হয়ে পড়েছে জনজীবন

মোহাম্মদ আলমাছ হোসেন আওয়ালঃ

জামালপুরের ইসলামপুরে বেশ কয়েকদিন ধরে  শীত তীব্রতা অনেক বেশি আকারে ধারন করেছে। রােদের কােন দেখা মিলছে না। ঘন কুয়াশায় আচ্ছন্ন আকাশ। শীত বেড়ে যাওয়ায়  গত ৫/৬ দিন থেকে ঠিকমত সূর্যের দেখা মিলছে না। স্থবির হয়ে পড়েছে  মানুষের জনজীবন।

দুপুরের পর হঠাৎ রােদ উঠলেও তার তীব্রতা বেশীক্ষন  থাকছে না। এতে করে বিভিন্ন বয়সী মানুষজন সমস্যায় পরছে। শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশী সমস্যায় পড়েছেন। এছাড়াও শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় হাসপাতালে ঠান্ডা জনিত রোগীদের ভিড় বাড়ছে। এ জন্য প্রয়োজনীয় কাজ ছাড়া ঘর থেকে সাধারণ লোকজন বের হচ্ছেনা ।

শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় বাজারের কাপড়ের দোকানগুলোতে উপচেপড়া ভিড় লক্ষ করা গেছে। রবিবার ইসলামপুর বাজার, থানামোড়ে ছোট খাটো বিভিন্ন জায়গায় দেখা যায়, নারী পুরুষ শীতের কাপড় কিনতে ব্যস্ত সময় পার করছে। রিক্সা চালক ছফসের আলী জানায়, তীব্রশীতে আমাদের রিক্সা চালানো খুব কঠিন হয়ে পড়েছে। তীব্র শীত থাকায় যাত্রীও খুব কম। সংসার চালানো খুব কঠিন।   কয়েকদিন যাবত রিক্সা চালিয়ে সংসারের খরচ যােগাড় করতে পারছিনা এভাবে চলতে থাকলে আমাদের না খেয়ে দিন কাটাতে হবে।

তীব্র এ শীতে বিভিন্ন স্কুল ও কলেজে শিক্ষার্থীদের  শত ভাগ উপস্থিতি চােখে পড়ার মতাে দেখা যাচ্ছে না। তীব্র শীতের জন্য শিক্ষার্থী উপস্থিতি কম বলে জানিয়েছেন প্রতিষ্ঠান প্রধানরা।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment