রোকনুজ্জামানঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর -৫ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদকে নির্বাচিত করার লক্ষে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রাতে ১৩নং মেষ্টা ইউনিয়নের আরংহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ এ জনসভার আয়োজন করেন। মেষ্টা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জামিনুর ইসলাম তালুকদারের সভাপতিত্বে জনসভার উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এম এ মান্নান।
প্রধান অতিথির বক্তব্যে রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মির্জা আজম এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব ফারুক আহাম্মেদ চৌধুরী, তথ্য ও গবেষণা বিষয়ক শ্রম বিষয়ক সম্পাদক আওলাদ হোসেন খসরু, সদর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক সরোয়ার জাহান মহান, শ্রম বিষয়ক সম্পাদক ছানোয়ার হোসেন সবুজ, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও মেষ্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হক বাবুসহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে নৌকায় ভোট প্রার্থনা করেন। প্রায় ১৫ হাজারেরও অধিক লোক অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ ফারুকী রোকন।
0 $type={blogger}:
Post a Comment