বকশীগঞ্জে ইয়াবা ট্যাবলেট ও জুয়াড়িসহ আটক

রোকনুজ্জামান সবুজঃ

জামালপুরের বকশীগঞ্জে জুয়ার আসরে অভিযান চালিয়ে ৬ জুয়াড়িকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা-২ (ডিবি)-এর সদস্যরা।

গত বৃহস্পতিবার (১৮জানুয়ারি) রাতে বগারচর ইউনিয়নের ঘাসিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শেড ঘর থেকে তাদের আটক করা হয়। শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরে আদালত সোপর্দ করা হয়েছে।

আটককৃতরা হলো, ঘাসিরপাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে শফিকুল ইসলাম (২২), মোহাম্মদপুর গ্রামের আয়ুব আলীর ছেলে শামীম মিয়া (১৯), নয়ন মিয়ার ছেলে আকাশ ইসলাম (২০), ইসলামপুর উপজেলার মালমারা নয়াপাড়া গ্রামের সিরাজল হকের ছেলে মাসুদ রানা (১৯), চরপরমা নয়াপাড়া গ্রামের সুন্দর আলীর ছেলে সুমন মিয়া (২২) ও ইরাজ উদ্দিনের ছেলে আব্দুল (১৯)।

অপরদিকে ইসলামপুর উপজেলার হারিয়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আলাল মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী আল আমিন বাবুকে (২২) আটক করা হয়।

জেলা গোয়েন্দা শাখা-২ এর ওসি সোহেল রানা জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে এবং তাঁদের জামালপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment