রোকনুজ্জামানঃ
জামালপুর-৫ সদর আসনের নবনির্বাচিত এমপি মোঃ আবুল কালাম আজাদ বলেছেন, সৎভাবে চললে নিশ্চিন্তে ঘুমানো যায়। আর অন্যায়, দুর্নীতি করলে নিশ্চিন্তে ঘুমানো যায় না। দুর্নীতি করার ইচ্ছে থাকলে অন্য উপজেলায় বদলি হয়ে যান। সোমবার (১৫ জানুয়ারি) সকালে জামালপুর সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা পরিষদের জন প্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহনাজ ফেরদৌসের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান বেলাল ও মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটা প্রমুখ।
নবনির্বাচিত এমপি আবুল কালাম আজাদ বলেন, এই সদর উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। এটা আমি একা পারবোনা। আপনাদের সাথে নিয়েই একসাথে কাজ করবো।
এসময় তিনি যার যার দপ্তরের কাজ সৎ ও নিষ্ঠার সাথে পালন করার আহবান জানান।
0 $type={blogger}:
Post a Comment