মোহাম্মদ আলমাছ হোসেন আওয়াল, ইসলামপুর প্রতিনিধিঃ
জামালপুরের ইসলামপুর আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপুরে দলীয় প্রার্থী সহ ৬ জন অংশ নেয় । ইতি মধ্যে নির্বাচনী পোস্টার টাঙিয়েছেন, মাইক বাজিয়ে প্রচার প্রচারণা শুরু করেন।
সোমবার ইসলামপুর জনতা মাঠে এক বিশাল জনসমুদ্র হাজার হাজার ভোটার ও সমর্থকদের উপস্থিতিতে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সাবেক মেয়র জিয়াউল হক জিয়ার ঈগল মার্কা প্রতিক নির্বাচন ছেড়ে দিয়ে এস এম শাহিনুজ্জামান শাহীনের কেচি মার্কাকে সর্মথন দেন। ওই নির্বাচনী জনসভায় জাহের আলী চুন্নুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিয়াউল হক জিয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামপুর পৌরসভার তিন তিন বারের নির্বাচিত মেয়র আব্দুল কাদের সেখ, আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক এস.এম জাহাঙ্গীর আলম , ব্যারিস্টার সামিউল হক জুয়েল, মন্জুর মোরশেদ হ্যাপী, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিকুল আলম দুলাল। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব প্রমূখ।
সভাটি সঞ্চালনা করেন পৌরসভার সাবেক সভাপতি মোঃ নুর ইসলাম নুর। এস.এম শাহিনুজ্জামান শাহীন বলেন আমার জন্য আপনারা অনেক কষ্ট করে এই বিশাল জনসভায় যোগ দিয়েছেন। আগামী ৭ জানুয়ারি ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে আমার কেচি মার্কা ভোট দিবেন।
সভা শেষে জনতা মাঠ থেকে একটি বিশাল মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেচি মার্কা নির্বাচন অফিসে এসে শেষ হয়।
0 $type={blogger}:
Post a Comment