রোকনুজ্জামান সবুজঃ
অবৈধ ডামি সংসদ বাতিল ও নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবীতে জামালপুরে কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার (৩০জানুয়ারি) এই কালো পতাকা মিছিলের আয়োজন করে জামালপুর জেলা বিএনপি।
শহরের দড়িপাড়া বাইপাস মোড় থেকে কালো পতাকা মিছিলটি বের হয়ে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে নতুন বাইপাস মোড়ে গিয়ে শেষ হয়।
পরে সেখানে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে কেন্দ্রীয় বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন বক্তব্য রাখেন।
এ সময় তিনি বলেন, স্বতন্ত্র এমপিরা শেখ হাসিনার সাথে দেখা করে আ’লীগের প্রতি সমর্থন দিয়েছে। তাই বর্তমান ডামি সংসদে শেখ হাসিনার বাইরে গিয়ে দেশ ও জনগণের কথা বলার মত কেউ নেই। আ’লীগ দেশ ও জাতীয় সংসদকে তাদের দলীয় সম্পত্তিতে পরিণত করেছে। তিনি অবিলম্বে এই অবৈধ সংসদ বাতিলের দাবী জানান।
কর্মসূচিতে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন মিলন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
0 $type={blogger}:
Post a Comment