জামালপুরে নিহত সাংবাদিক নাদিমের স্ত্রীকে অনুদানের চেক প্রদান

রোকনুজ্জামান সবুজঃ

জামালপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি সন্ত্রাসী হামলায় নিহত নির্ভীক সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের স্ত্রী মনিরা পারভীনকে জামালপুর প্রেসক্লাবের সহযোগিতায় সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-এর অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক মোঃ শফিউর রহমান দুই লাখ টাকার এ চেক তুলে দেন।

এছাড়া নাগরিক টিভির জেলা প্রতিনিধি আব্দুল্লাহ মামুন লোমানকেও চিকিৎসা সহায়তা বাবদ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-এর ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোক্তার হোসেন, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, জামালপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিন্টু, জামালপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন সাধারণ সম্পাদক জাকারিয়া জাহাঙ্গীর প্রমুখ।

উল্লেখ্য, চলতি বছরের ১৪ জুন রাতে বকশিগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (বহিষ্কৃত) ও ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের ওপর সন্ত্রাসী হামলা হয়। পরদিন ১৫ জুন দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাদিম। এ ঘটনায় প্রধান আসামী মাহমুদুল আলম বাবু বর্তমানে জেলহাজতে রয়েছে।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment