কালিদহের পাড়ায় আওয়ামীলীগের মতবিনিময়; নৌকার ভোট প্রার্থনা

রোকনুজ্জামানঃ

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার লক্ষে মেষ্টা ইউনিয়নের কালিদহের পাড়ায় সাধারণ ভোটারদের সাথে মতবিনিময় ও নৌকার জন্য ভোট প্রার্থনা করেন আওয়ামী লীগ নেতৃবৃন্দরা।

শনিবার রাতে ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও মেষ্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হক বাবু, এবি ফাউন্ডেশনের চেয়ারম্যান ফজলুল হক, ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক আব্দুস সালাম ফকির, মেষ্টা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, ব্যাংকার আব্দুল লতিফ, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম ফকির, শাহজাহান মন্ডল, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বাপ্পিসহ আরও অনেকে। এসময় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনায় নেতা কর্মীরা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রতীকে ভোট প্রার্থনা করেন।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment