মোহাম্মদ আলমাছ হোসেন আওয়াল, ইসলামপুর প্রতিনিধিঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জামালপুর -২ (ইসলামপুর) আসনের নির্বাচনী প্রচার প্রচারণা জমে উঠেছে । প্রার্থীদের নির্বাচনী পােষ্টারে ছেয়ে গেছে পুরো উপজেলা। প্রার্থীরা সাধারণ ভোটারদের কাছে গিয়ে দিন রাত ব্যস্ত সময় পার করছেন। গণসংযোগ, পথসভা, উঠান বৈঠক ও ভোটারদের দ্বারে দ্বারে ছুটে ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা। দিচ্ছেন উন্নয়নের নানারকম প্রতিশ্রুতি।
জামালপুর -২ ইসলামপুর আসনের এমপি প্রার্থী ৬ জন। আওয়ামীলীগের দলীয় নৌকা প্রার্থী আলহাজ্ব মোঃ ফরিদুল হক খান (দুলাল), জেলা আওয়ামী লীগের সদস্য স্বতন্ত্র প্রার্থী এস.এম শাহীনুজ্জামান শাহীন (কেচি) , উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক জিয়া (ঈগল) জাতীয় পার্টির মোস্তফা আল মাহমুদ (লাঙ্গল), ঢাকা বিমান বন্দর থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি স্বতন্ত্র প্রার্থী মোঃ শাহজাহান আলী মন্ডল (ট্রাক) ও তৃনমূল বি.এন.পির হোসেন রেজা বাবু (সোনালী আশ) প্রতীক নিয়ে নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।
সরেজমিন ঘুরে দেখা যায় (কেচি) প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এস.এম. শাহীনুজ্জামান শাহীন ভোটের মাঠে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন । তিনি নির্বাচনী প্রচারণায় যেখানেই বের হচ্ছেন সেখানেই সাধারণ ভোটারদের জনস্রোতে পরিণত হচ্ছে। তিনি দিন রাত তার কর্মীদের সাথে নিয়ে গণসংযোগ, পথসভা, উঠান বৈঠক ও ভোটারদের দ্বারে দ্বারে ছুটে ভোট প্রার্থনা করছেন। স্বতন্ত্র প্রার্থী এস.এম. শাহীনুজ্জামান শাহীন সাধারন ভোটারদের উদ্দেশে বলেন, আগামী ৭ তারিখ আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে ভোট কেন্দ্র পাহারা দিবেন, আমি আপনাদের আগামী ৫ বছর খাদেম হয়ে সেবা করব।
ইসলামপুরে ১২টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় ভোটের হাওয়া ও উৎসবমুখর অবস্থা বিরাজ করছে।
0 $type={blogger}:
Post a Comment