জামালপুর দর্পণ ডেস্কঃ
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ ইসলামপুর আসনে জাতীয় পার্টির মনোনিত লাঙ্গল প্রতীকের এমপি পদপ্রার্থী মোস্তফা আল মাহমুদের নির্বাচনী এজেন্টদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে উপজেলা জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে মতবিনিময় সভায় এমপি প্রার্থী মোস্তফা আল মাহমুদ, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আনিসুর রহমান মানিক, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ফেরদৌসুর রহমান সরকার, জুয়েল সরকার, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বিপু,যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুউল্লাহ,পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক খোরশেদ আলমসহ দলীয় নেতাকর্মী ও নির্বাচনী এজেন্টরা উপস্থিত ছিলেন।
সভায় এমপি প্রার্থী মোস্তফা আল মাহমুদ বলেন, আগামী ৭ জানুয়ারী নির্বাচনে এজেন্টদের অনেক ভূমিকা ও গুরুত্ব রয়েছে। প্রতিটি কেন্দ্রের অতন্দ্র প্রহরী হিসাবে কাজ করবে। এবার নির্বাচনে লাঙ্গলের গণজোয়ার সৃষ্টি হয়েছে। ইনশাআল্লাহ আমি জয়ী হলে বেকার সমস্যাসহ সার্বিক উন্নয়নে কাজ করবো।
0 $type={blogger}:
Post a Comment