রোকনুজ্জামান সবুজঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ ইসলামপুর আসনে জাতীয় পার্টির লাঙ্গল মনোনীত এমপি প্রার্থীর মোস্তফা আল মাহমুদ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন।
বুধবার (২০ ডিসেম্বর) সন্ধায় উপজেলা জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী বিষয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন লাঙ্গল প্রতীক এমপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও জামালপুর জেলা সভাপতি মোস্তফা আল মাহমুদ, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক এড.আনিসুর রহমান মানিক, অর্থ বিষয়ক সম্পাদক শাহাজাদা চৌধুরী, উপজেলা জাতীয় পাটি সহ-সভাপতি আনোয়ার হোসেন, ফেরদৌসুর রহমান সরকার, জুয়েল সরকার, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বিপু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদউল্লাহ, শাহাবুদ্দিন, মমতাজ ফকির, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রোকনুজ্জামান সবুজ, পৌর সভাপতি তারা মিয়া, সাধারণ সম্পাদক খোরশেদ আলম,যুব সংহতি আহ্বায়ক শাহিন মিয়া প্রমুখ। এছাড়াও উপজেলা বিভিন্ন ইউনিয়ন ও পৌর জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
0 $type={blogger}:
Post a Comment