রোকনুজ্জামান সবুজঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ আসনের জাতীয় পার্টির এমপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ‘লাঙ্গল’ প্রতীকে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন। এতে নির্বাচনী এলাকায় নেতাকর্মী ও সমর্থকদের সরব উপস্থিতিতে নির্বাচনী মাঠে আনন্দ-উৎসব বিরাজ করছে।
সোমবার (২৫ ডিসেম্বর) সকালে উপজেলার গংগাপাড়া,কাচিহাড়া,আমতলী,বলিয়াদহ,উলিয়া,
রামভদ্রা,মাজবাড়ী,হাড়গিলা ও একতা বাজারে গণসংযোগকালে অসংখ্য মানুষের ভিড় জমতে দেখা যায়।
অনুষ্ঠিত এক পথসভায় মোস্তফা আল মাহমুদ বলেন,পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের ৯ বছর এর আমলে বিভিন্ন উন্নয়ন করেছেন বাংলাদেশের। মসজিদে বিদ্যুৎ বিল মওকুফ করেছিলেন। আমি এই উপজেলা বাসী মানুষের সুখ–দুঃখে পাশে থেকে কাজ করে চাই। তাই এ উপজেলা মানুষের জন্য কাজ করতে এমপি প্রার্থী হয়েছি। আগামী ৭ জানুয়ারি লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক এড. আনিসুর রহমান মানিক,অর্থ বিষয়ক সম্পাদক শাহাজাদা চৌধুরী, উপজেলা জাতীয় পাটি সহ-সভাপতি আনোয়ার হোসেন, ফেরদৌসুর রহমান সরকার, হারুনুর রশিদ হারুন, জুয়েল সরকার, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বিপু,যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদউল্লাহ তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক রোকনুজ্জামান সবুজ প্রমুখ।
0 $type={blogger}:
Post a Comment