ইসলামপুরে নির্বাচনী মাঠে জাপার লাঙ্গল মার্কায় ব্যাপক গণসংযোগ

রোকনুজ্জামান সবুজঃ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ আসনের জাতীয় পার্টির এমপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ‘লাঙ্গল’ প্রতীকে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন। এতে নির্বাচনী এলাকায় নেতাকর্মী ও সমর্থকদের সরব উপস্থিতিতে নির্বাচনী মাঠে আনন্দ-উৎসব বিরাজ করছে।

সোমবার (২৫ ডিসেম্বর) সকালে উপজেলার গংগাপাড়া,কাচিহাড়া,আমতলী,বলিয়াদহ,উলিয়া,
রামভদ্রা,মাজবাড়ী,হাড়গিলা ও একতা বাজারে গণসংযোগকালে অসংখ্য মানুষের ভিড় জমতে দেখা যায়।
অনুষ্ঠিত এক পথসভায় মোস্তফা আল মাহমুদ বলেন,পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের ৯ বছর এর আমলে বিভিন্ন উন্নয়ন করেছেন বাংলাদেশের। মসজিদে বিদ্যুৎ বিল মওকুফ করেছিলেন। আমি এই উপজেলা বাসী মানুষের সুখ–দুঃখে পাশে থেকে কাজ করে চাই। তাই এ উপজেলা মানুষের জন্য কাজ করতে এমপি প্রার্থী হয়েছি। আগামী ৭ জানুয়ারি লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক এড. আনিসুর রহমান মানিক,অর্থ বিষয়ক সম্পাদক শাহাজাদা চৌধুরী, উপজেলা জাতীয় পাটি সহ-সভাপতি আনোয়ার হোসেন, ফেরদৌসুর রহমান সরকার, হারুনুর রশিদ হারুন, জুয়েল সরকার, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বিপু,যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদউল্লাহ তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক রোকনুজ্জামান সবুজ প্রমুখ।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment