ইসলামিক ফাউন্ডেশনের মৌজাজাল্লা ফকির বাড়ি কেন্দ্র পরিদর্শন

রোকনুজ্জামান সবুজ:

জামালপুরে ইসলামপুর উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ৩০৭টি কেন্দ্র। তার মধ্যে প্রাক প্রাথমিক কেন্দ্র ১৭৮টি, কোরআন শিক্ষা কেন্দ্র ১২৬টি ও বয়স্ক শিক্ষা কেন্দ্র ৩টি রয়েছে। মঙ্গলবার (১২ডিসেম্বর) সকালে পৌর শহরে ইসলামিক ফাউন্ডেশনের মৌজাজাল্লা ফকির বাড়ি ওয়াক্ত জামে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষার ২০২৪ সালের ভর্তিকৃত ছাত্র/ছাত্রী ও কেন্দ্র পরিদর্শন করা হয়েছে।

এ সময় কেন্দ্র পরিদর্শনে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের উপজেলার ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ শহিদুল ইসলাম,সাধারণ কেয়ার টেকার আলতাফুর রহমান, কেন্দ্রের শিক্ষিকা তানিয়া আক্তার ও ছাত্র-ছাত্রী অভিভাবক।

ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, সমাজের বিভিন্ন ঝড়েপড়া কোমলমতি শিশু ও বয়স্কদের কথা চিন্তা করে ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। যার ফল প্রতিশ্রুতি সমাজের ঝড়েপড়া শিশুরা লেখাপড়া শিখে সমাজে প্রতিষ্ঠা লাভ করছে। মৌজাজাল্লা ফকির বাড়ি ওয়াক্ত জামে মসজিদ কেন্দ্র অন্যান্য কেন্দ্র তুলনায় ভর্তিকৃত ছাত্র/ছাত্রীদের উপস্থিতি ১০০% ও লেখাপড়ার মান খুবই সন্তোষ জনক প্রকাশ করেছেন।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment