জামালপুরে কৃষকের লাশ উদ্ধার

 রোকনুজ্জামান সবুজ:

জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের শিতলকুর্শা গ্রামের একটি গাছের বাগান থেকে শফিকুল ইসলাম শফি মোল্লা (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ নভেম্বর) সকালে এই লাশ উদ্ধারের ঘটনা ঘটে।

নিহত শফিকুল ইসলাম শফি মোল্লা প্রতিবেশি গোদাশিমলা এলাকার মোল্লাবাড়ীর মৃত জয়নাল আবেদীন মোল্লার পুত্র। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে ডাক্তার আব্দুল জলিলের বাড়ির পিছনে কাজ করতে যায় জনৈক মহিলা। ওই মহিলা গাছের (কাঠ) বাগানে একজনকে পড়ে থাকতে দেখেন। পরে তার ডাক-চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান। স্থানীয়রা শফিকুল ইসলাম শফি মোল্লার মরদেহ শনাক্ত করে পুলিশে খবর দেন।

পরে পুলিশে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত কবির বলেন, ‘সদর উপজেলার শীতলকুর্শা এলাকা থেকে শফিকুল ইসলাম শফি মোল্লা নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পরে মৃত্যুর কারণ জানা যাবে। তবে শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment