মুক্তি আল মাহমুদের খানের "জনতার দল"

সব দলই জনগণের দল
জনগণ আসলে কার?
ক্ষমতা দখলে কোন দলই
জনগণকে দেয়না ছাড়।

দেশ এখন শনির দশায়
চলছে হরতাল অবরোধ,
জনগণ পড়ছে রোষানলে
তবু ফিরেনা বোধ।

উন্নয়নের রোল মডেল এখন
জনতার বাংলাদেশ,
তবু কেন পাইনা জনগণ
সুন্দর পরিবেশ।

জনগণের চিন্তা যদি
জনতার দল করতো
আলোচনায় সব সমস্যার
সমাধান বের হতো।

জনগণই নাকি সকল দলের
সব ক্ষমতার উৎস,
ক্ষমতা দখলে চলছে রেসলিং
জনতা পুড়ে ভৎস।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment