জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি কন্ট্রাক্ট গ্রোয়ার্স জোনের উদ্যোগে দুই দিন ব্যাপী উৎপাদন কলা কৌশলের উপর বিভিন্ন ব্লকের ৬০জন চুক্তি বদ্ধ চাষীদের প্রশিক্ষণ করানো হয়েছে।
শনিবার সকালে বেলটিয়া বিএডিসি কন্ট্রাক্ট গ্রোয়ার্স জোন অফিসের হল রুমে দ্বিতীয় দিনের প্রশিক্ষণে স্বাগত বক্তব্য রাখেন বিএডিসি কন্ট্রাক্ট গ্রোয়ার্স জোনের উপ পরিচালক প্রীয়তূস চন্দ্র রায়।
বিএডিসি চুক্তি বদ্ধ চাষীদের প্রশিক্ষণ করান জামালপুর কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক জাকিয়া সুলতানা, জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা আব্দুল হামিদ, বিএডিসি কন্ট্রাক্ট গ্রোয়ার্স জোনের সহকারী পরিচালক হোসাইন মোহাম্মদ এরশাদ, ফাহাদুল হক ফাহাদ প্রমুখ।
এসময় প্রশিক্ষক’রা চুক্তি বদ্ধ চাষীদের উদ্দেশ্যে বলেন, আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে কৃষক’রা এখন বছরে চার ফসল ঘরে তুলছে। আধুনিক কৃষির প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করতে হবে । তারা আরো বলেন, সামনের বোরো মৌসুমের বীজ তলার প্রস্তুতি, বিএডিসির স্ব স্ব ব্লক অফিসারদের কাছে থেকে বীজ সংগ্রহ এবং শীতে যাতে বীজ থেকে গজানো চারা নষ্ট না হয় সেই বিষয়ে করনীয় সম্পর্কে ধারনা দেন।
0 $type={blogger}:
Post a Comment