মেলান্দহে ইত্তেফাকুল ওলামার ইসরায়েল বিরোধী বিক্ষোভ মিছিল

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধিঃ

জামালপুরের মেলান্দহে ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরায়েলি বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইত্তেফাকুল ওলামা মেলান্দহ উপজেলা ।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) বাদ যোহর মেলান্দহ বাজার বাইতুন নুর জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পৌরসভার প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিন করে।পরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে ইত্তেফাকুল ওলামা মেলান্দহ উপজেলা শাখার সভাপতি মাওলানা রহুল আমীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন – ইত্তেফাকুল ওলামা জামালপুর জেলা শাখার সভাপতি মুফতি শামছুদ্দিন, সহ -সভাপতি মাওলানা আমানুল্লাহ কাসেমী,
মেলান্দহ উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুল্লাহ প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন সরকারের উচিত সংসদ অধিবেশনের আয়োজন করা। সংসদে ইসরায়েলির বিরুদ্ধে নিন্দা প্রস্তাব জানানো। সেই সাথে ইসরায়েলি পণ্য বর্জন করা।সমাবেশে সঞ্চালনা করেন ইত্তেফাকুল ওলামা মেলান্দহ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি সোলায়মান।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment