ইসলামপুর (প্রতিনিধি) জামালপুরঃ
জামালপুরের ইসলামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, নিরাপদ, শান্তিপূর্ণভাবে ও আনন্দময় পরিবেশে উদযাপনের লক্ষ্যে ইসলামপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সাথে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ক প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়।
সোমবার (৯ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জামাল আব্দুন নাসের বাবুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার ইসলামপুর সার্কেল অভিজিৎ দাস, সহকারি কমিশনার (ভূমি)মোঃ আশরাফ আলী, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, থানা অফিসার ইনচার্জ সুমন তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, কুলকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আনিছুর রহমান পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শ্রী নারায়ণ কর্মকার, পূজা উদযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রতন কুমার দত্ত, গোবিন্দ বাড়ি মন্দিরের সাধারণ সম্পাদক বাসুদেব সেন, এ সময় উপজেলা সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত বক্তারা বলেন, প্রতিমার যাতে অসম্মান না হয়, ধর্মীয় অনুভূতিতে আঘাত না আসে এবিষয়ে সকলকে সজাগ থাকতে হবে। আমরা পরিদর্শন করে দেখবো বিসর্জনের স্থানগুলো। পূজা উদযাপন, মন্দির ও প্রতিমার নিরাপত্তাজনিত বিষয়ে নিশ্ছিদ্র নিরাপত্তা দিয়ে পূজা উদযাপন ও প্রতিমা বিসর্জনে সকল ধরনের সহযোগিতা দিতে বদ্ধপরিকর উপজেলা প্রশাসন।
অপরদিকে, ইসলামপুর পৌরসভা থেকে পৌর এলাকাধীন সকল পূজা মন্ডপে সিসিটিভির ব্যবস্থা করা হবে বলে জানান পৌরসভার নির্বাহী প্রকৌশলী পঙ্কজ কুমার পাল।
এবার ইসলামপুরে ২০টি পূজা মন্ডবে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হবে।
0 $type={blogger}:
Post a Comment