ইসলামপুরে চাঁদাবাজদের অত্যাচারে অতিষ্ঠ বীর মাইজবাড়ী বালিকা দাখিল মাদ্রাসার সুপার

রোকনুজ্জামান সবুজঃ

জামালপুরের ইসলামপুরে স্থানীয় চাঁদাবাজদের অত্যাচারে অতীষ্ঠ হয়ে পড়েছেন বীর মাইজবাড়ী বালিকা দাখিল মাদ্রাসার সুপার আব্দুল হালিম।

অভিযোগে জানা যায়, ইসলামপুর নোয়ারপাড়া ইউনিয়নের বীর মাইজবাড়ী বালিকা দাখিল মাদ্রাসার ভিতরে একটি মসজিদ ছিল। মাদ্রাসা চলাকালীন সময় মহিলা মাদ্রাসার ভিতরে নামাজের জন্য এলাকাবাসী সবাই গেট খোলে চলাচলা করায় শিক্ষার্থীদের সমস্যা হওয়ায় মাদ্রাসা কর্তৃপক্ষ ও এলাকাবাসীর মাঝে শান্তিপূর্ণ বৈঠকের মাধ্যমে মাদ্রাসা থেকে খরচ বহন করে মসজিদটি মাদ্রাসার সড়কের পাশে স্থানান্তর করা হয়। এই নিয়ে স্থানীয় আব্দুল হাকিম ও তার ছেলে মাহাবুবসহ স্থানীয় একটি চাঁদাবাজ চক্র মাদ্রাসার সুপারের নিকট ৫লক্ষ টাকা চাঁদা দাবী করে আসছিল।

মাদ্রাসার সুপার আব্দুল হালিমের অভিযোগ, দীর্ঘ দিন ধরে তারা বিভিন্ন ফন্দি ধরে আমার নিকট চাঁদা দাবী করে আসছে। চাঁদা না দেওয়ায় গত রবিবার (১৫অক্টোবর) সকালে তারা প্রতিষ্ঠানে ঠুকে হামলা করে বাউন্ডারী ভাংচুর করা সহ মাদ্রাসার জায়গা বেদখল করার পায়তারা করে এবং আমাকে প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়।

মাদ্রাসার শিক্ষক শহিদুল ইসলাম,শাহজাহান ও সুপারের ভাই আব্দুল লতিফ জানান, তাদের সামনেই ঘটনা ঘটে। চাঁদাবাজরা মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকদের গালাগালি করে হুমকি দিয়ে চলে যায়।

এব্যাপারে ইসলামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা জানান, বীর মাইজবাড়ী বালিকা দাখিল মাদ্রাসার বিষয়টি নিয়ে আমি মৌখিক অভিযোগ পেয়েছি।
এব্যাপারে মাদ্রাসার সুপার আব্দুল হালিম বাদী হয়ে ১৬অক্টোবর ইসলামপুর থানায় একটি সাধারণ ডায়েরী(জিডি)করেছেন।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment