মাদারগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক জমি দখলের অভিযোগ

জামালপুর প্রতিনিধিঃ

জামালপুরের মাদারগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক জমি দখলের অভিযোগ পাওয়া গেছে।
গত (৮ অক্টোবর) মাদারগঞ্জ উপজেলার চরশুভগাছায় (পাকুরিয়ারচর) এ ঘটনা ঘটে।

জানা যায়, বগুড়া জেলার সীমান্তবর্তী সারিয়াকান্দি ও জামালপুরের মাদারগঞ্জ উপজেলার শুভগাছায় (পাকুরিয়ার চর) ২শ একর জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল একই এলাকার আব্দুল কাশেম মোল্লার সাথে। আদালত কয়েক দফায় মামলাও হয়েছে যে মামলাগুলো এখনো চলমান।দীর্ঘদিন মামলা চলার পর ২০১৯ সালের ১১ নভেম্বর আদালত মোঃ হায়দার আলী খানের পক্ষে রায় দেন।

অভিযোগ রয়েছে কাশেম মোল্লার সাথে আদালতে মামলা চললেও তৃতীয় পক্ষ মোসলেম উদ্দিন গং আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক জমি দখল করে।
ভুক্তভোগী হায়দার আলী খান জানান, পাকিস্তান আমল থেকে আমরা এই জমিগুলো ভোগদখল করে আসছি। আদালতে এই জমির উপর মামলা করে কাশেম মোল্লা গং। দীর্ঘদিন মামলার চলমান অবস্থান তাদের কোন কাগজপত্র না থাকায় আদালত প্রায় ৭২ একর জমি আমাদের পক্ষে রায় দেয়। আদালতের এ রায় অমান্য করে তারা জমি দখলের চেষ্টা করলে আদালতে একটি নিষেধাজ্ঞার মামলা দায়ের করি। আদালত ঐ জমির নিষেধাজ্ঞা জারি করে।

তিনি আরও বলেন, আমি এলাকার বাইরে থাকার সুবাধে ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে মোসলেম উদ্দিন প্রায় ৭২ একর জমিতে জোরপূর্বক হালচাষ শুরু করে এবং বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছেন। এমন অভিযোগে অতিরিক্ত বগুড়া জেলা ম্যাজিষ্ট্রেট আদালত ১৪৫ ধারায় বিবাদীকে জমিতে সকল প্রকার কার্যক্রম বন্ধ রাখতে নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু অমান্য করে জোরপূর্বক জমিতে ট্রাক্টর দিয়ে হালচাষ করে দখলের চেষ্টা করছে।

এবিষয়ে অভিযুক্ত মোসলেম উদ্দিন বলেন, আলাদত কোনো নিষেধাজ্ঞা দেয়নি। সে অবৈধভাবে মানুষের জমি দখল করে আসছে। আমরা আদালতের রায়কে সম্মান করে আইনের মাধ্যমে জবাব দিয়ে যাচ্ছি।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment