বিএনপি জামাতের হরতাল অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে আওয়ামী লীগের উন্নয়ন ও শান্তি সমাবেশ

মোহাম্মদ আলমাছ হোসেন আওয়াল:
বিএনপি জামাতের অগ্নি সন্ত্রাস, হত্যা ও নৈরাজ্যের প্রতিবাদ উন্নয়নর শান্তি সমাবেশ করেছে জামালপুরের ইসলামপুর উপজেলা আওয়ামী লীগ। রবিবার বিকালে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিএনপি জামাতের অগ্নি সন্ত্রাস, হত্যা ও নৈরাজ্যের প্রতিবাদে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে থানা মোড় বটতলা চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আব্দুস সালাম বক্তব্য রাখেন। তিনি, বিএনপি জামাতের পুলিশ ও সাংবাদিকদের উপর হামলা, হত্যা নিন্দা জানিয়ে প্রতিহত করার ঘোষণা দেন।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জামাল আবু নাছের চৌধুরী চার্লেস, মজিবর রহমান শাহজাহান, উপজেলা চেয়ারম্যান এস এম জামান আব্দুন নাছের বাবুল, আঃ রাজ্জাক লাল মিয়া, যুগ্ম সম্পাদক ও পৌর মেয়র আব্দুল কাদের শেখ, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য জিয়াউল হক, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, অধ্যক্ষ আঃ খালেক আকন্দসহ দপ্তর সম্পাদক অংকন কর্মকার, যুবলীগ সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক মোহন মিয়া, ছাত্রলীগ সভাপতি নূরে আজাদ ইমরান, সাধারণ সম্পাদক ফারুক হোসেন সুমনসহ আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment