মৃ'ত সেজেও হলো না শেষ রক্ষা; স্ত্রী হত্যার দায়ে অবশেষে আটক

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের ইসলামপুরে স্ত্রীকে হত্যার পর সাজার ভয়ে ৬ বছর মৃত নাটক করেছেন ওসমান আলী (৩৫) নামের এক ঘাতক। অবশেষে পুলিশের হাতে ঘাতক আটক।

বুধবার (১১ অক্টোবর) বিকালে উপজেলার সীমান্তবর্তী দূর্গম চরাঞ্চল থেকে পুলিশ তাকে আটক করে।

আটককৃত ওসমান আলী বেলগাছা ইউনিয়নে মন্নিয়ারচর গ্রামের বাচ্চু ফকিরের ছেলে। পুলিশ সুপার কামরুজ্জামান (বিপিএম) এক প্রেসব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন।

প্রেসব্রিফিংয়ে জানানো হয়, গত ১৯ আগস্ট ২০১২ সনে রবিবার রাত ৮.৩০টায় ওসমান আলী তার স্ত্রী লাকী বেগমের কাছে একহাজার টাকা চান।

লাকী তার স্বামীকে টাকা দিতে অস্বীকার করলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওসমান ক্ষিপ্ত হয়ে তার স্ত্রী লাকীকে বসতঘরের বাইরে নিয়ে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে। ওই ঘটনায় নিহত লাকীর বাবা আ.রহিম বক্স থানায় হত্যা মামলা নম্বর ১৮, তাং ২১/০৮/২০১২ দায়ের করেন।

এদিকে মামলাটি চলমান থাকা অবস্থায় ওসমানের পরিবার থেকে আদালতে জানানো হয় যে, ২০১৭ সালের ১০ এপ্রিল আসামী কিডনির সমস্যাজনিত কারণে মৃত্যুবরণ করেছেন।
সাজা থেকে রেহাই পেতে দীর্ঘ ৬ বছর ওসমান পলাতক থাকলেও পুলিশ বিষয়টি নিয়ে তৎপর হয় এবং অবশেষে তাকে জীবিত আটক করা হয়।

পুলিশ সুপার কামরুজ্জামান বিপিএম জানান, পুলিশ আসামীর মৃত্যুর বিষয়টি আমলে না নিয়ে তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন মাধ্যমে অনুসন্ধান করে তার অবস্থান সনাক্ত করে। রবিবার বিকেলে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ সুমন তালুকদারের নেতৃত্বে পুলিশ গাইবান্ধার সাঘাটা ও জামালপুরের ইসলামপুর উপজেলার সীমান্তবর্তী যমুনা নদীর দূর্গম চরাঞ্চল থেকে ঘাতক ওসমানকে আটক করে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment