জামালপুরে ইন্টার্নশীপ ভাতার দাবীতে ইন্টার্ন নার্সদের কর্মবিরতি শুরু

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সারাদেশের মত জামালপুরে ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে অনিদিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে ইন্টার্ন নার্সরা। রোববার (১অক্টোবর) সকাল ১০টা থেকে হাসপাতালে সেবা দান বন্ধ করে দেয় ইন্টার্ন নার্সরা।

এ সময় তারা জেনারেল হাসপাতাল চত্বরে সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ডিপ্লোমা ইন্টার্ন নার্সেস এসোসিয়েশন (বিডিআইএনএ) জামালপুর জেলা শাখার সভাপতি নাফিসা আব্দুল্লাহ, সহ-সভাপতি মেহেদী হাসান বাঁধন, সাধারণ সম্পাদক মোঃ হাসান ও দপ্তর সম্পাদক লিজা খাতুন। ইন্টার্ন নাসদের অভিযোগ, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের সরকারি নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে তিন বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি কোর্স সম্পন্ন করে তারা বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ, জেলা ও সদর হাসপাতালে কর্মরত আছেন।

দ্রব্যমূল্যের উর্দ্ধগতি, বাসা ভাড়া, যাতায়াত খরচসহ নানা কারনে ইন্টার্ন নার্সদের বিভিন্ন সমস্যার সম্মূখিন হতে হচ্ছে। বাড়ি থেকে টাকা এনে অনেকের পক্ষেই ইন্টার্নশীপ করা সম্ভব নয়। ইন্টার্নদের লগবুকে ভাতার কথা উল্লেখ থাকলেও ভাতা বরাদ্দ দেওয়া হয়নি। বাধ্য হয়েই কর্মবিরতিতে নেমেছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কাজে ফিরবেন না ইন্টার্ন নার্সরা। ইন্টার্ন নার্সদের কর্মবিরতিতে দুর্ভোগ বাড়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment