সানজিদা সাফা'র কবিতা "সুখ"

যে সুখ আমার রহিয়াছে অন্তরে,,
তাহাই আমি খুঁজে বেড়াই ধূলো মাখা কংক্রিটের প্রান্তরে।।

সেই কবে শুনেছি কাব্যের নীল রথের ব্যথা,,
দিক’বিদিক শুন্য প্রহরে আজ সুখের খোঁজে নিদারুণ নিষ্ঠুর নিরবতা।।

সুখের আশায় শরীর রয়েছে, তবুও মরে গেছে মন,,
হেমন্ত আসেনি মাঠে তবুও হলুদ পাতায়
ভরে হৃদয়ের বন।।

জীবনের সব সন্ধ্যাই অন্ধকারাচ্ছন্ন নয়,,
এর মাঝে শুভ সন্ধ্যার ও পদাপর্ণ ঘটে সুখের নীড়ে।

খুঁজতে আলো চললাম অন্ধকার গহীন বন,,
নয় আর উদ্দেশ্যহীন মিছিল, সুখ পাবো ঠিকি ধৈর্য ধরে।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment