রোকনুজ্জামান সবুজঃ
জামালপুরে বজ্রপাত ও প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে তাল গাছের চারা ও বীজ রোপণ করেছে জামিরা বড়ইতাইর সমাজ কল্যাণ সংস্থা।
বুধবার (৪ অক্টোবর) দুপুরে জামালপুর সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের জামিরা বাজার থেকে পুর্ববাঁশচড়া পর্যন্ত তিন কিলোমিটার সড়কের দুইপাশে তাল গাছের চারা ও তাল বীজ রোপন করেন সংগঠনের সদস্যরা।
সংগঠনের সভাপতি সোহেল রানা জানান, গ্রামের ফসলের মাঠ থেকে ঘরবাড়ি দূরে হওয়ায় কৃষকরা মাঠে কাজ করার সময় বজ্রপাতে মারা যাওয়ার ঘটনা ঘটে। সেইসঙ্গে প্রতি বছর অনেক গবাদি পশু মারা যায় এ বজ্রপাতে। তাল গাছ এসব দুর্ঘটনা থেকে রক্ষা করতে পারে বলে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
তালের চারা রোপন কর্মসূচিতে অংশ নেন বাঁশচড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জলিল, নরুন্দি পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ কামাল হোসেন, জামিরা বড়ইতাইর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক, বাঁশচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলিম, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, ইউপি সদস্য সাজ মাহমুদ সরকার, আলাল উদ্দিন, সমাজসেবক আব্দুল করিম ও জামিরা বড়ইতাইর সমাজ কল্যাণ সংস্থার সদস্যরা।
0 $type={blogger}:
Post a Comment