দুর্যোগ প্রশমন দিবস আলোচনা বক্তব্যের শেষে জয়বাংলা বললেন না মাদারগঞ্জের পিআইও

রোকনুজ্জামান সবুজঃ

জামালপুরের মাদারগঞ্জের উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইব্রাহিম খলিলের বিরুদ্ধে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে জাতীয় স্লোগান ‘জয়বাংলা’ না বলার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১২অক্টোবর) দুপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভার সমাপনী বক্তব্যে তিনি জয়বাংলা স্লোগান না বলে বক্তব্য শেষ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিল,সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক,পল্লী উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন,মাদারগঞ্জ বিআরবিডি চেয়ারম্যান অরুন কুমার সাহাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা।

বিষয়টি নিয়ে অভিযুক্ত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইব্রাহিম খলিলের বক্তব্য জানতে তার কার্যালয়ে গেলে তিনি বক্তব্য দিতে রাজি হননি। সম্মলিত সামাজিক আন্দোলনের জামালপুর জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর সেলিম বলেন,জয় বাংলা স্লোগান একটি চেতনার বিষয়। যেহেতু হাইকোর্ট থেকেও নির্দেশনা দেওয়া আছে। তাই একজন সরকারি কর্মকর্তা হিসেবে অভিযুক্ত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার জয় বাংলা বলা উচিত ছিল। জেলার ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, বক্তব্যের শেষে জয়বাংলা স্লোগান দেওয়া বাধ্যতামূলক। এটি নিয়ে হাইকোর্টের নির্দেশনাও রয়েছে। কেউ যদি বক্তব্যের শেষে না দিয়ে থাকেন তাহলে আমরা তদন্ত সাপেক্ষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবো। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment