রোকনুজ্জামান সবুজঃ
বিএনপি-জামায়াত কর্তৃক ঢাকার রাজপথে পুলিশ হত্যা, রাজারবাগ পুলিশ হাসপাতালে অগ্নিসংযোগ, প্রধান বিচারপতির বাসভবন ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ সমাবেশ করেছে দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।
রোববার(২৯অক্টোবর) দুপুরে শহরের তমালতলা চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপত্বি করেন এফবিসিসিআই এর পরিচালক ও দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি রেজাউল করিম রেজনু। সমাবেশে বক্তব্য রাখেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি ইকরামুল হক নবীন, মোস্তাফিজুর রহমান বাপ্পী প্রমূখ।
সমাবেশে ব্যবসায়ী নেতারা বলেন, বিএনপি-জামায়াত আন্দোলনের নামে হত্যা, অগ্নিসংযোগ, বিচারপতির বাসভবন ও সাংবাদিকদের ওপর হামলা করেছে। হামলাকারী এবং তাদের নির্দেশদাতাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি ব্যবসায়ী ও সাংবাদিক নেতাদের।
0 $type={blogger}:
Post a Comment