"মুজিব একটি জাতির রূপকার" চলচিত্র প্রদর্শনী নিয়ে ইসলামপুরে আ'লীগের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

রোকনুজ্জামান সবুজঃ

ধর্ম প্রতিমন্ত্রী ও জামালপুর-২ ইসলামপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ফরিদুল হক খান দুলালের বিরুদ্ধে তাঁর নির্বাচনী এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক জীবন নিয়ে নির্মিত “মুজিব একটি জাতির রূপকার” চলচ্চিত্র বিনামূল্যে প্রদর্শনী বন্ধের অভিযোগ উঠেছে।

বুধবার (২৫ অক্টোবর) দিবাগত রাত ১০টার দিকে ইসলামপুর সিরাজাবাদ রোডস্থ জেলা আওয়ামী লীগের সদস্য এসএম শাহীনুজ্জামান শাহীনের ব্যক্তিগত কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকে চলচ্চিত্রটির প্রদর্শনী অবৈধভাবে বন্ধের অভিযোগ তোলা হয় ধর্ম প্রতিমন্ত্রীর বিরুদ্ধে। তবে ধর্ম প্রতিমন্ত্রীর দাবি, এটা ষড়যন্ত্রের অংশ। মূলত তাঁর বিরুদ্ধে অপবাদ ছড়ানো হচ্ছে। আল্লাহ আছেন তিনি এই মিথ্যা অভিযোগের বিচার করবেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ইসলামপুর পৌর আ’লীগের সাবেক সভাপতি নূর ইসলাম নূর এবং উপজেলা আ’লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম। তাঁরা অভিযোগ করে বলেন, ইসলামপুর উপজেলাবাসী যাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক জীবন সম্পর্কে জানতে পারেন, সেজন্য আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপুর আসনে মনোনয়ন প্রত্যাশী ও জেলা আ’লীগের সদস্য এস.এম শাহীনুজ্জামান শাহীনের নিজস্ব অর্থায়নে “মুজিব একটি জাতির রূপকার” চলচ্চিত্রটি বিনামূল্যে প্রদর্শনীর উদ্যোগ নেওয়া করা হয়। স্থানীয় ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামে চলচ্চিত্রটি প্রদর্শনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত আবেদন করেন আওয়ামী লীগ নেতা এসএম শাহীনুজ্জামান শাহীন। এতে উল্লেখ করা হয়, আগামী ২৭ ও ২৮ অক্টোবর সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত অডিটোরিয়ামটি ব্যবহার করা হবে।

অডিটোরিয়ামের নির্ধারিত ভাড়াসহ অন্যান্য ভাড়া প্রদান করার ঘোষণাও করা হয়। গত ২৩ অক্টোবর অডিটোরিয়াম ব্যবহারের অনুমতি দেওয়ার জন্য ইউএনও মো. সিরাজুল ইসলাম তার সিএকে প্রয়োজনূয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন । বঙ্গবন্ধুর ঐতিহাসিক জীবন সম্পর্কে জানতে মানুষকে উদ্ভুদ্ধ করতে আ’লীগ নেতা শাহীনের পক্ষে চলচ্চিত্রটি বিনামূল্যে প্রদর্শনী করা হবে মর্মে উপজেলাজুড়ে মাইকিংও করা হয়।

বক্তাদ্বয় বলেন, বুধবার সন্ধ্যায় আকস্মিক ভাবে ইউএনও মহোদয় আমাদের জানিয়ে দেন অডিটোরিয়ামে ধর্ম প্রতিমন্ত্রীর উদ্যোগে “মুজিব একটি জাতির রূপকার”চলচ্চিত্র প্রদর্শনী করা হবে। সে কারণেই অডিটোরিয়াম ব্যবহারের অনুমতি বাতিল করা হলো। পরে আমরা জানতে পারি, ধর্ম প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোঃ সাদিকুর রহমান খান স্বাক্ষরিত এক চিঠিতে ওই অডিটোরিয়ামে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) থেকে আগামী ২ নভেম্বর পর্যন্ত চলচ্চিত্রটির ১৪টি শো প্রদর্শন করা হবে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, ধর্ম প্রতিমন্ত্রী চলচ্চিত্রটি প্রদর্শনের আগ্রহ প্রকাশ করেছেন।

বক্তাদ্বয় আরও বলেন, ধর্ম প্রতিমন্ত্রী উদ্যোগে প্রদর্শনী চলচ্চিত্রটি মাথাপিছু একশত টাকার বিনিময়ে দেখার সুযোগ পাবে মর্মে এলাকায় মাইকিং করছেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম। ধর্ম প্রতিমন্ত্রীকে ইসলামপুরের মানুষ প্রত্যাখ্যান করেছেন উল্লেখ করে নূর ইসলাম নূর বলেন, রাজনৈতিক ফায়দা হাসিলের হীনউদ্দেশ্যে ক্ষমতার প্রভাব খাটিয়ে আমাদের নামে বরাদ্দকৃত অডিটরিয়াম ব্যবহারের অনুমতি ইউএনওকে দিয়ে বাতিল করিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী। এতে বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক চলচ্চিত্রটি বিনামূল্যে উপভোগ করার সুযোগ থেকে বঞ্চিত হলো যমুনা ও ব্রহ্মপুত্র ভাঙনকবলীত এ এলাকার অভাবগ্রস্ত মানুষগুলো। তবে আগে থেকে চলচ্চিত্রটি বিনামূল্যে প্রদর্শনের মাইকিং করেছি। চলচ্চিত্রটি প্রদর্শন বন্ধ করে এখন আমাদের বিপাকে ফেলেছে তাঁরা।

ইউএনও মোঃ সিরাজুল ইসলাম বলেন, ‘অডিটোরিয়াম ব্যবহারের আবেদনকারী চলচ্চিত্রটি পরে প্রদর্শন করার সিদ্ধান্ত জানিয়েছেন। অডিটোরিয়াম ব্যবহারের অনুমতি বাতিল করা হয়নি। এতে কারো কোনো আপত্তি থাকবার কথা নয়। চলচ্চিত্রটি প্রদর্শনের আয়োজকরা কোনো ক্রমেই দর্শকদের মাথাপিছু তিনশত টাকার বেশি নিতে পারবেন না।’
মুঠোফোনে ধর্ম প্রতিমন্ত্রী ও জামালপুর-২ ইসলামপুর উপজেলা আ’লীগের সভাপতি ফরিদুল হক খান দুলাল এমপির সাথে যোগাযোগ করা হলে তিনি তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে অপবাদ ছড়ানো হচ্ছে। এটা ষড়যন্ত্রের অংশ। আল্লাহ আছেন তিনি সব জানেন। তিনি বলেন মূলত চলচ্চিত্রটি প্রদর্শনের উদ্যোগ নিয়েছে সরকার। এতে আমার কী দোষ।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘সরকারিভাবে চলচ্চিত্রটি প্রদর্শনী শেষ হলে, যাঁরা আমার বিরুদ্ধে অযথা অপপ্রচার চালাচ্ছে তাঁরা ইচ্ছা করলে অডিটোরিয়ামে এক মাসও তো বিনা পয়সায় চলচ্চিত্রটি দেখাতে পারবেন। তাঁদের সমস্যা কোথায়। আমি কেনো প্রদর্শন অবৈধভাবে বন্ধ করতে যাবো। এতে আমার লাভ কী? মনোনয়ন কেউ চায়তেই পারে। তার মানে এই নয়, বারবার খোঁচা দিয়ে আমাকে দংশন করবে। মাথার ওপর আল্লাহ আছে। আল্লাহ কারোর কেনা নয়। আল্লাহ আমারও কেনা নয় , তাঁদেরও কেনা নয় । কারোর প্রতি আমার হিংসা নেই। আমি সবাইকে ভালোবাসি।’

অপরদিকে, একইদিন রাত ১২ টার দিকে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে চলচ্চিত্রটি প্রদর্শনী নিয়ে পাল্টা সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এসময় তিনি বলেন, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আমাদেরকে অফিসিয়াল একটি মেসেজ দিয়ে জানিয়েছেন, যেখানে কোনো সিনেমা হল নেই। সেখানে প্রজেক্টরের মাধ্যমে চলচ্চিত্রটি প্রদর্শনের মাধ্যমে দেখাতে হবে । ধর্ম মন্ত্রণালয়ের চিঠির প্রেক্ষিতে চলচ্চিত্রটি প্রদর্শনের জন্য উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মোহন মিয়ার আবেদনের প্রেক্ষিতে অডিটোরিয়ামটি আমাদেরকে ব্যবহার করতে অনুমতি দেন ইউএনও মোঃ সিরাজুল ইসলাম ।
অ্যাডভোকেট আব্দুস সালাম আরও বলেন, দুঃখের বিষয় হলো, ‘শাহীনের সমর্থিত অতি উৎসাহী ব্যক্তিবর্গ ধর্ম প্রতিমন্ত্রীর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলছেন। মূলত চলচ্চিত্রটি প্রদর্শনের উদ্যোগ নিলে ধর্ম প্রতিমন্ত্রী।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment