জামালপুরে মানববন্ধনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করলেন ছাত্রলীগ নেতা

জামালপুর প্রতিনিধিঃ

জামালপুর সদর উপজেলার কেন্দুয়া কালীবাড়ি এলাকার পিতা-পুত্রের বিরুদ্ধে মানববন্ধনে সংবাদ সম্মেলন হয়েছে।
মঙ্গলবার দুপুরে জামালপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগি পরিবার শাহীনের পুত্র শাওন।

সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ করে শাওন বলেন, আমি আসন্ন জামালপুর সদর উপজেলা দক্ষিণ শাখা ছাত্রলীগের সভাপতি প্রার্থী। আমার এবং আমাদের পরিবারে সুনাম নষ্ট করতে এলাকার এক শ্রেনীর কুচক্রী মহল উঠেপড়ে লেগেছে। তিনি বলেন, আমাদের এক আশ্রিতা পরিবারের নারীকে অনৈতিক কাজ নিয়ে সম্প্রতি সমস্যার সৃষ্টি হয়।

পরে আমাদের আশ্রিতা পরিবারকে ওই দিনই আমাদের ভিটে থেকে সরিয়ে দেই। এ সত্ত্বেও এ ঘটনাকে কেন্দ্রে করে আমাদের জড়িয়ে সোমবার দুপুরে মানববন্ধন করেন এলাকার চিহ্নিত কুচক্রী মহল। শাওন বলেন, আমাদের নেতৃত্বকে বাঁধা প্রদানের অপপ্রয়াসে এই মানববন্ধন করা হয়েছে। তাই সাংবাদিকদের মাধ্যমে আমার বিষয়টি অবগত করলাম।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment