জামালপুরে কলা গাছের সাথে এ কেমন শত্রুতা !

সাজ্জাদ হুসেন শাহিনঃ

জামালপুরে মাদারগঞ্জ জমি সংক্রান্ত বিরোধের জেরে কলা গাছ কাটার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী বারেক সরদার বাদি হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন । বারেক সরদার উপজেলার গুনারীতলা দিকপাড়া গ্রামের মৃত মনোর উদ্দিন সরদারের ছেলে।

অভিযুক্তরা হলো- একই এলাকার জবান আলী( ৩৮)পিতা মৃত ইউনুস আলী আলী,রবিউল(৩৫)পিতা,আজিজুল,
কালু মিয়া(৫২)পিতা, মৃত,বাবু মন্ডল,ও মোছাঃ বিনা আক্তার (৩২) পিতা,মৃত ইউনুছ আলী ।

বারেক সরদার বলেন অভিযুক্তরা হলো আমার প্রতিবেশী।কিছু দিন যাবৎ জমি সংক্রান্ত্র বিরোধ নিয়া আমাকে ও আমার পরিবার কে প্রাণনাশের হুমকি দিয়া। এ বিষয় নিয়ে এলাকার গণ্যমান্য ও সুধীজনকে জানালে তারা আরো আমার প্রতি ক্ষিপ্ত হয়।আমার বসতবাড়ি ও আমার পরিবারের লোকজনের উপর দেশীয় অস্ত্র লাঠি দা কোড়াল লৌহার রট নিয়া হামলা করে। আমরা দৌড়ে সেখান থেকে পালাইয়া যায়।আমাদেরকে মারতে না পেরে, আমার বসতবাড়ির আঙ্গিনায় কাঠের বাগান ও কলার বাগানে ২০/২৫ টি গাছ কেটে ফেলে।যার ক্ষতির পরিমাণ প্রায় ৩০/৩৫ হাজার টাকা।অতঃপর আমাদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন দৌড়ায় আসে। উপস্থিত লোকজনের সামনে তাহারা আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে চলে যায়।

এ বিষয়ে বক্তব্য জানার জন্য অভিযুক্তদের বাড়ীতে গেলে পাওয়া যায়নি।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment