মেলান্দহে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাজ্জাদ হোসেন শাহিন, মেলান্দহ প্রতিনিধি:

জামালপুরের মেলান্দহে ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ এ স্লোগান নিয়ে যৌন হয়রানি, মাদক, নারী নির্যাতন, বাল্যবিয়ে, অশ্লীলতা, সন্ত্রাস ওবং জঙ্গিবাদমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে জনসচেতনতামূলক বিট পুলিশিং মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙলবার (১২ সেপ্টেম্বর ) বিকেল ৩ টায় মেলান্দহ বাজারস্থ জামিয়া হুসাইনিয়া আরাবিয়া মাদ্রাসা মাঠে থানা পুলিশের আয়োজনে এ সমাবেশ হয়।

জামিয়া হুসাইনিয়া আরাবিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি শামছুদ্দিনের সভাপতিত্বে বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামালপুরের পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান (বিপিএম)।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মেলান্দহ উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী মোঃ কামরুজ্জামান, মেলান্দহ পৌর মেয়র শফিক জাহেদী রবিন,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী দিদার পাশা, মেলান্দহ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জিন্নাহ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ) সার্কেল স্বজন কুমার সরকার, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment