মেলান্দহে ফ্রি হোমিও মেডিকেল ক্যাম্প

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধিঃ

জামালপুরের মেলান্দহে ফ্রি হোমিও মেডিকেল ক্যাম্প-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৮ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলার মাহমুদপুর কাজাইকাটা আইডিয়াল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। জামালপুর হোমিও গবেষণা কেন্দ্র এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে।

ফ্রি হোমিও মেডিকেল ক্যাম্প শুরুর পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সজিব হোমিও হলের স্বত্বাধিকারী ও বিশিষ্ট হোমিও চিকিৎসক ডা: এম. এ জলিল এর সভাপতিত্বে ফ্রি হোমিও মেডিকেল ক্যাম্প’র শুভ উদ্বোধন করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাহমদুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, মাহমুদপুর কাজাইকাটা আইডিয়াল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি রফিকুল হাসান লুইস, জামালপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এন্ড হসপিটালের সহকারি অধ্যাপক ডা: এটিএম রুহুল আমিন।

দিনব্যাপী মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন, হোমিও গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক ও জামালপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এন্ড হসপিটালের সহকারি অধ্যাপক ডা: এম জিল্লুর রহমান (বি.এইচ.এম.এস) ঢাকা বিশ্ববিদ্যালয়। রোজি স্মৃতি সমাজকল্যাণ সংস্থা, সজিব হোমিও হল, এপিস হোমিও কেয়ার এই ফ্রি মেডিকেল ক্যাম্প এর সহযোগিতা করেন।

চিকিৎসা কাজে সহযোগিতা করেন, জামালপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এন্ড হসপিটালের সহকারী অধ্যাপক ডা: নিহার সুলতানা, প্রভাষক ডা: মির্জা কামরুন্নাহার, প্রভাষক ডা: সাবিনা রহমান, প্রভাষক ডা: শাফায়তুল্লাহ্, সিনিয়র মেডিকেল অফিসার ডা: সুলতান আহমেদ ও হোমিও গবেষণা কেন্দ্রের সহযোগী ডাক্তারগন।

ফ্রি হোমিও মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিতে আসা প্রায় তিন শতাধিক নারী, পুরুষ ও শিশু রোগীদের বিভিন্ন ধরনের জটিল ও কঠিন রোগের ব্যবস্থাপত্র ও বিনামূল্যে লক্ষাধিক টাকার ওষুধ প্রদান করা হয়।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment