অয়ন ইসলাম আতিকের "আমার সবে চাই"

কত মেয়ে রোজ প্রতিদিন
আমাকে করে নক,
আমার সাথে বলতে কথা
তাদের নাকি সখ।

আমি নাকি প্রেমে গড়া
বলে হেসে হেসে,
প্রেম প্রীতি ভালোবাসায়
আমায় রাখে ফেঁসে।

আমায় নাকি ভাল্লাগে খুব
সব মেয়ারা ব্যাকুল,
আমি নাকি ভালোবাসা
নারী প্রেমের ফুল।

আমায় ছাড়া নারী সমাজ
নাকি পাইনা ঠাঁই.
টাকা কড়ি কিছু চাইনা
আমার জুড়ি নাই।

আতিক তুমি আমার আমার
সবার কথা এক,
মেয়ের জ্বালায় বাঁচাটা দ্বায়
কে দেখবিরে দেখ।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment