মুক্তি আল মাহমুদ খানের "মুক্তি চাই"

আমি রাজতন্ত্রের শাসন চাইনা।
আমি গনতন্ত্রের মঞ্চ চাইনা।
আমি রাজ পথের মিছিল চাইনা।
আমি গলাবাজির মিটিং চাইনা।
আমি মিথ্যা কোন আশ্বাস চাইনা
আমি ভাওতাবাজি সমাজ চাইনা

“আমি তবে কি চাই?

ইচ্ছা মতো দাম বাড়ায়
আমি এর বিহিত চাই,
আলু কেন পঞ্চাশ টাকা
আমি এর জবাব চাই।

ভোক্তা আইন থাকে যদি
আমি ইহার প্রয়োগ চাই,
দেশের টাকা বিদেশ পাঠায়
সকল টাকা ফিরৎ চাই।

সবাই আমরা সবাইকে নিয়ে
খেয়ে পড়ে বাঁচতে চাই,
সিন্ডিকেটের থাবা থেকে
মুক্তি চাই শান্তি চাই।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment