দেওয়ানগঞ্জে শিশু হাবিবা হত্যার রহস্য উদঘাটন

রোকনুজ্জামান সবুজ:

জামালপুরের দেওয়ানগঞ্জে চাঞ্চল্যকর ৪ বছরের শিশু নুসরাত জাহান হাবিবা হত্যার সাথে জড়িত দুই জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। সোমবার (১৮সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান র‌্যাব-১৪ এর জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান।

তিনি বলেন, গত ৯ সেপ্টেম্বর দেওয়ানগঞ্জের বাঘারচর বেপারীপাড়া এলাকার আশরাফুল ইসলামের ৪ বছর বয়সী শিশু কণ্যা হাবিবা নিখোঁজ হয় । অনেক খোঁজাখুঁজির পর কোথাও না পেয়ে পরেরদিন ১০ সেপ্টেম্বর হাবিবার বাবা দেওয়ানগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়রী করেন।

পরেরদিন ১১ সেপ্টেম্বর তাদের বাড়ির আঙ্গিনার পাশ থেকে হাবিবার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিমাইমারী এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে রুবেলকে আটক করে। পরবর্তীতে গত ১২ সেপ্টেম্বর হাবিবার বাবা আশরাফুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে অপহরণসহ হত্যা মামলা দায়ের করেন।

তিনি আরও বলেন, উক্ত ঘটনার পর র‌্যাব-১৪ এর প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে আসামীদের গ্রেপ্তার করতে ছায়া তদন্ত শুরু করে। বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে ১৭ সেপ্টেম্বর উপজেলার কদমতলা এলাকার কাসেম মিয়ার ছেলে সবুজ মিয়া (১৯) -কে কুড়িগ্রাম জেলার রাজিবপুর থেকে গ্রেপ্তার করে র‌্যাব। এরপর সবুজ মিয়ার তথ্য অনুযায়ী এই হত্যাকান্ডের মূলহোতা কুড়িগ্রাম জেলার দুশমারা উপজেলার মৃত হাফেজ শেখের ছেলে আবুল কাশেম (৪২)-কে ১৭ সেপ্টেম্বর দিবাগত রাত ১টার দিকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে আটককৃতদের দেওয়ানগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আকটকৃত আসামি সবুজের ভাষ্যমতে জানা যায়, ভিকটিম নুসরাত জাহান হাবিবা কে তার বাড়ি যাওয়ার রাস্তায় পেয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে পরিকল্পিতভাবে পাশের জঙ্গলে নিয়ে যায় তারা। এরপর শিশুটির মুখ চেপে ধরে নির্মমভাবে পাশবিক নির্যাতন করে। এমতবস্থায় শিশু হাবিবা জ্ঞান হারিয়ে ফেললে অভিযুক্ত আবুল কাশেম হাবিবার শরীরে ব্যাটারীর পানি ঢেলে দেয় এবং পুকুরে ফেলে কুচুরীপানা দিয়ে ঢেকে রাখে । পরবর্তীতে সবার সন্দেহ এড়াতে পরদিন ১০ সেপ্টেম্বর পুকুর থেকে হাবিবার মরদেহ তুলে তার বাড়ীর আঙ্গিণায় ফেলে রেখে যায় অভিযুক্তরা।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment