ইসলামপুরে পৌর মেয়র এমপি মনোনীত প্রত্যাশী কাদের সেখের মোটর সাইকেল শোডাউন

রোকনুজ্জামান সবুজঃ

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে জামালপুর-২ ইসলামপুর আসনে আওয়ামী লীগের দলীয় এমপি মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আব্দুল কাদের সেখের নির্বাচনী এলাকায় সহস্রাধিক মোটরসাইকেল শোডাউন করেছেন।

বুধবার (২৭সেপ্টেম্বর) বিকালে বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে শোভাযাত্রা বের হয়ে পৌরশহরসহ উপজেলায় গাইবান্ধা ও গোয়ালেরচর ইউনিয়নের বিভিন্ন এলাকায় মোড়ে, বাজারে সাধারণ ভোটারদের সঙ্গে নৌকা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেছেন। এসময় তাকে কাছে পেয়ে অপেক্ষমান নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা উৎফুল্ল হয়ে পড়েন।

গণসংযোগ সময় নৌকা মনোনয়ন প্রত্যাশী পৌর সফল মেয়র আব্দুল কাদের সেখ বলেন, তিনি নৌকার প্রতীক মনোনয়ন পেয়ে তিন তিনবার পৌর মেয়র পদে জয়ী হয়ে যেভাবে পৌরবাসীর সেবা করেছি। এ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন পেলে সবাইকে সাথে নিয়ে একইভাবে নির্বাচনী এলাকায় উন্নয়ন করবো। এবং জননেত্রী শেখ হাসিনা হাতকে শক্তিশালী করতে সবাই কে নৌকায় মার্কায় ভোট দিয়ে বিজয় করবেন বলে জানান তিনি।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment