মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা:
জামালপুরের মেলান্দহে পারভীন (৩৫) নামে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। (৩০ সেপ্টেম্বর ) শনিবার সকাল ১১ টায় চরবানিপাকুরিযা ইউনিয়নের ভাবকি ব্যাপারী পাড়া শশুর বাড়ি থেকে লাশ উদ্ধার করে।
নিহত গৃহবধু ওই এলাকার আনোয়ার হোসেন আনুর স্ত্রী। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, শনিবার ভোরে স্বামীকে ঘুম থেকে নামাজের জন্য উঠিয়ে দেন। স্বামী আনোয়ার মসজিদে নামাজ পড়তে যান। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও পারভীনের কোন সাড়া শব্দ না পেয়ে পরিবারের অন্য সদস্যরা ঘরে উঁকি দেন।পারভীনকে ঘরে ধরনার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সেখান থেকে নামিয়ে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারন জানা যাবে।
0 $type={blogger}:
Post a Comment