রোকনুজ্জামান সবুজঃ
আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পাটির লাঙ্গল মার্কার মনোনীত এমপি প্রার্থী মোস্তফা আল মাহমুদ বলেছেন,আমি গণমানুষের নেতা হতে চাই, আমি গণমানুষের নেতা হয়ে সকলের সেবা করতে চাই। যা আমি মনে প্রাণে লালন করি গণসংযোগ সময় বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামালপুর-২, ইসলামপুর আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মনোনিত এমপি প্রার্থী কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ ইসলামপুরের বেলগাছা, কুলকান্দি ও পাথর্শী ইউনিয়নের মলমগঞ্জ বাজার, মুরাদাবাদ বাজার, কুলকান্দি বাজার ও জারুলতলা সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন।
শুক্রবার (২৯সেপ্টেম্ব) দুপুরে গণসংযোগকালে উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ফেরদৌসুর রহমান সরকার, হারুনুর রশিদ হারুন, মমতাজুর রহমান, জুয়েল সরকার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রুকুনুজ্জামান সবুজ, সাধারন সম্পাদক জিল্লুর রহমান বিপু, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দীন, হামিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, পৌর সভাপতি তারা মিয়া, সাধারণ সম্পাদক খোরশেদ আলমসহ অনেকেই নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও তিনি আরো বলেন, ইসলামপুর বাসী নেতৃত্বের পরিবর্তন চায়,তাই তারা ইসলামপুরে সুসংগঠিত দল জাতীয় পার্টিকে ভোট দিতে অধিক আগ্রহ করছে। নিরপেক্ষ নির্বাচনের পল্লী বন্ধুর জাতীয় পার্টি ক্ষমতায় এলে সমাজে ন্যায় প্রতিষ্ঠাসহ ইসলামপুরের নদী ভাঙ্গনরোধে স্হায়ী ব্যবস্থা, বেকার সমস্যা দূর করতে শিল্পায়ন গড়ে তুলা হবে।
0 $type={blogger}:
Post a Comment