মুক্তি আল মাহমুদ খানের "একটি বিশেষ ঘোষণা"

ডিমের দাম প্রতি পিছে
কমবে আটানা,
এই খুশিতে কদিন থেকে
আন্ডা কিনি না।

বিদেশ থেকে এক কোটি
ডিম হলো আমদানি,
তবু দামে কম পাইলামনা
শুধুই মুন্সির বাণী।

সয়াবিনে বিশাল ছাড়
লিটারে চার টাকা,
গিয়ে দেখি আগের দামেই
খবর নাকি ফাঁকা।

আলু কমবে চৌদ্দ টাকা
ওরে বাপরে বাপ,
গিয়ে দেখি বেড়ে গেছে
আরো এক ধাপ।

পেঁয়াজের কথা কি বলিবো
সবার আছে জানা,
ভারত থেকে আমদানি করলো
তবু কমলো না।

বড় দাদারা চালিয়ে যাচ্ছে
বাজারের হালচাল,
ঘরে বসে ছোট দাদারা
তুলছে আলুর ছাল।

আমদানিতে কৃষকের ক্ষতি
এটাই নাকি ভয়,
আলু পিঁয়াজ এতদিন কি
কৃষকের কাছে রয়?

মহাজনরা সস্তায় কিনে
করছে গুদামজাত,
বাহাদুরিতে তারাই বড়
লম্বা তাদের হাত,

কি খাবো লিষ্ট চাইলো
নায়ক ওমর সানি,
এ নিয়ে কত জনা
করলো কানাকানি।

গরুকে জিজ্ঞেস করে
হাল চাষ করা ভালো,
মাঠে নেমে শুয়ে পড়লে
ইজ্জত কোথায় রইলো।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment