ইসলামপুরে বন্যার্তদের মাঝে জেলা প্রশাসকের ত্রাণ বিতরণ

ইসলামপুর প্রতিনিধিঃ

জামালপুরের ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের পানিবন্দি ও বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ ইমরান আহমেদ।

শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চিনাডুলী ইউনিয়নের শতাধিক পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করেন তিনি, পড়ে পশ্চিম বামনা বাঁধের উপরে গরু খামারিদের মাঝে উন্নত মানের ২০ বস্তা গো খাদ্য, ২০ প্যাকেট শিশু খাদ্য ও ২০০ জনের মাঝে ১০ কেজি চাউল বিতরণ করেন।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম, জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা মোঃ আলমগীর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাসের বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মেহেদী হাসান টিটু, চিনাডুলী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম প্রমুখ।

উজান থেকে নেমে আশা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে ইসলামপুরের যমুনা, ব্রহ্মপুত্র নদ ও দশানী নদীসহ অন্যান্য নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

ফলে প্লাবিত হয়েছে ইসলামপুরের ৮ টি ইউনিয়ন। পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক আব্দুল মান্নান জানান যমুনার পানি বিপদ সীমার ৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment