মেলান্দহ (জামালপুর) প্রতিনিধিঃ
জামালপুরের মেলান্দহ উপজেলার মধ্য ঝাউগড়া এলাকায় একটি পরিবারের বসতঘর ও মনোহারি দোকান দিনের বেলায় মধ্যযুগীয় কায়দায় ভেঙ্গে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।এতে মানবেতর জীবনযাপন করছে পরিবারটি।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে বসতঘর ও দোকানঘর ভাঙার ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী পরিবারটি জানায়, একই এলাকার মোস্তাফার ছেলে রাসেল (৪০) গংদের নেতৃত্বে বসতঘর ও দোকান ভাংচুর করে মালামাল লুট করে।এতে দেশীয় অস্ত্র নিয়ে বহিরাগত ৫০ জন লোক ভাংচুরে অংশ নেন।
জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে রাসেল গং ও বহিরাগত লোকজন চলে যায়।
ভুক্তভোগী সুলতান মিয়া ও পরিবারের লোকজন জানান- ঝাউগড়া মৌজার ৯৩১, ৯৩২ নংদাগে ৫০ শতাংশ ভুমি ক্রয়সুত্রে পৈত্রিক সম্পত্তি দীর্ঘদিন যাবৎ ভোগদখল করছি । অভিযুক্তগন নালিশী ভূমি জোর পূর্বক দখল করার জন্য পূর্ব থেকে পায়তারা করে। গত (১১ সেপ্টেম্বর) সোমবার সকাল অনুমান ১০ টার সময় রাসেল গং নালিশী ভূমি জোর পূর্বক দখল করার জন্য ভূমিতে বাশেঁর বেড়া দেয় । পরে প্রশাসনের হস্তক্ষেপে ৫ দিন পর বাশেঁর বেড়া খুলে দেয়। বসতঘর ও দোকান ভাঙার বিষয়ে রাসেল গংদের নিকট জানতে চাইলে কথা বলতে রাজি হয়নি।
মেলান্দহ থানার উপ-পরিদর্শক (এসআই)দেলোয়ার হোসেন বলেন-জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেছি।
0 $type={blogger}:
Post a Comment