সরকারের ব্যর্থতায় নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য ক্রয় ক্ষমতার বাইরে; মোস্তফা আল মাহমুদ

রোকনুজ্জামান সবুজ:

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ বলেছেন, সরকারের ব্যর্থতায় নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে যেতে সাধারণ মানুষ ভয় পান। তিনি নিত্যপণ্যের মূল্য সহনীয় মাত্রায় রাখতে সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। তিনি বলেন, বর্তমান সরকারের সময় ব্যাপক উন্নয়নের কথা বলা হলেও ইসলামপুরে নদী ভাঙন প্রতিরোধ করা হয়নি, স্থাপন করা হয়নি কোন শিল্পকারখানা।

শনিবার (৩০সেপ্টেম্ব) সকালে জামালপুরের ইসলামপুর পৌরশহরে বিভিন্নস্থানে নির্বাচনী গণসংযোগ চালানোর সময় এসব কথা বলেন। তিনি আসন্ন নির্বাচনে লাঙল প্রতীকে ভোট দিতে জনগনের প্রতি আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টি সহ-সভাপতি ফেরদৌসুর রহমান সরকার, হারুনুর রশিদ হারুন, জুয়েল সরকার, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হামিদুর রহমান, পৌর জাতীয় পার্টির সভাপতি তারা মিয়া, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন বাদলসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment