জাতীয় পার্টি একটি নির্বাচন মূখী দল-মোস্তফা আল মাহমুদ

রোকনুজ্জামান সবুজঃ

জাতীয় পার্টি একটি নির্বাচন মূখী দল। যে কোন পরিস্থিতি ও আলোচনা সাপেক্ষে সরকার পরিবর্তনের আমরা নির্বাচনে অংশ নেব। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও কর্মসূচি নিয়ে জাতীয় পার্টি মাঠে রয়েছে। এলাকার উন্নয়ন ও মানুষের ভাগ্যের পরিবর্তনে জাতীয় পার্টির কোন বিকল্প নেই।

জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য জামালপুর-২, ইসলামপুর আসনে সভাপতি জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের এমপি প্রার্থী মোস্তফা আল মাহমুদ।
শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে তার নির্বাচনী এলাকার গুঠাইলে গণ সংযোগকালে এসব কথা বলেন।

মোস্তফা আল মাহমুদ আরও বলেন, বিশেষ করে এ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২, ইসলামপুর এই আসনটি সম্ভাবনময়। তাই আমি যদি ইনশাআল্লাহ নেতৃত্বে আসি উন্নয়নে ইসলামপুরের চেহারা পাল্টে দিব।

গণসংযোগকালে উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আনোয়ার হোসেন,শাহাবুদ্দিন, মমতাজউদ্দিন,সাধারণ সম্পাদক,জিল্লুর রহমান বিপু,যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল্লাহ, হামিদুর, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রোকনুজ্জামান সবুজ, পৌর জাতীয় পার্টির নেতা তারা মিয়া,খোরশেদ আলমসহ সহ অনেকেই উপস্থিত ছিলেন।

Share on Google Plus

About মোঃ সাইদুর রহমান সাদী

নির্বাহী সম্পাদক, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন; মোবাইল : 01901450501 - সংবাদ/বিজ্ঞাপন প্রকাশের জন্য যোগাযোগ করুন - iamsadi49@gmail.com

0 $type={blogger}:

Post a Comment